প্রকাশিত: Wed, Dec 20, 2023 5:10 PM আপডেট: Sat, Dec 6, 2025 11:32 AM
[১] কমলগঞ্জে যুবদল নেতা পৌর কাউন্সিলর গ্রেপ্তার
স্বপন দেব : [২] মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের উপর হামলা মামলার আসামী যুবদল নেতা ও পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন কে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। জামাল কমলগঞ্জ পৌরসভার কামারগাঁও এলাকার মৃত আবুল হোসেনের ছেলে এবং পৌর যুবদলের আহ্বায়ক। একই সঙ্গে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবের ঘনিষ্ঠজন বলে এলাকায় পরিচিতি রয়েছে।
[৩] মঙ্গলবার দিকে কামারগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কমলগঞ্জ থানায় দায়েরকৃত পুলিশ এসল্ট মামলার আসামী হিসেবে সৈয়দ জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।